বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড় দুই আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মাহমুদ হোসেন সুমনকে বহিস্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি ‘র মাধ্যমে পঞ্চগড় জেলা বিএনপি নেতা মাহমুদ হোসেন সুমন কে প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে বহিস্কার করা হয়।
এদিকে কেন্দ্রীয় নির্দেশনার বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃনমুল নেতাকর্মীদের মাঝে মনোনয়ন দাখিল করার পর থেকেই চাপা ক্ষোভ বিরাজ করছিল বলে একাধিক সূত্রে জানা যায়।
বোদা ও দেবীগঞ্জ উপজেলার তৃনমুল বিএনপির নেতাকর্মীরা বলছেন, পঞ্চগড় দুই আসনে কয়েকবার নির্বাচিত সাবেক বিএনপির সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মরহুম মোজাহার হোসেন ছিলেন একজন জনবান্ধব নেতা। সেই সুজোগ কাজে লাগিয়ে মরহুম মোজাহার হোসেনের কানাডা প্রবাসী পুত্র মাহমুদ হোসেন সুমন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির সমর্থক সহ তৃনমুল ভোটারদের বিভ্রান্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন বিএনপির নেতা ইদ্রিস আলী জানান, সাবেক এমপি পুত্র সুমন কে আমরা কখনও দেখিনি বিগত আন্দোলন সংগ্রাম সহ দলীয় কোন কর্মসূচিতে তার নাম ও শুনিনি। এই আসনে হটাৎ করে উড়ে এসে জুড়ে বসে বাপের পরিচয়ে নেতা হওয়া যাবেনা। দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন বিএনপি নেতা প্রেমাশীষ চন্দ্র বলেন, পঞ্চগড় জেলা বিএনপিতে সুমন নামের কোন নেতা আছে এটিই কোনদিন শুনিনি।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন হ্যাপি বলেন, বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে তৃণমূল বিএনপি সহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। সুমন বহিস্কার হওয়ার ফলে বিএনপির কেউ নয় তা আরও স্পষ্ট হলো।
বহিস্কার সম্পর্কে অভিমত জানতে মাহমুদ হোসেন সুমনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি।

Leave a Reply