কে এম সোহেব জুয়েল ঃ
গৌরনদীর সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালণা কমিটির সভাপতি ফাদার লিটন গমেজ। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক এস, এম, জুলফিকার, সাবেক সম্পাদক উত্তম দাস। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সি লাভলী ইমাকুলেট রোজারীও, ঝর্না দাস লাবনী, মিসেস মুক্তাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply