কে এম সোহেব জুয়েল ঃ
দলীয় নির্দেশ অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া ) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে বুধবার রাতে দলীয় প্রাথমিক সদস্য পদসহ দলের সকল প্রকার পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানসহ সারা দেশ থেকে দলের বিভিন্ন পর্যায়ের অন্তত ৩৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবী থেকে তাদেরকে বহিস্কার করা হয়েছে।
দলীয় নি-র্দেশ অ-মান্য করে প্রার্থী হওয়ায় ইঞ্জিনিয়ার সোবাহান বিএনপি থেকে ব-হিষ্কার

Leave a Reply