ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্র-ত্যাহার, লড়/বেন ৬৭ জন

আরিফ রববানী ময়মনসিংহ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১ টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মিলিয়ে ৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার ১১ টি নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫জন,বাংলাদেশ খেলাফত মজলিসের ৪ জন,খেলা মজলিস এর ৪ জন ও স্বতন্ত্র ৬প্রার্থীসহ উনিশজন প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহের ১১টি আসনে মোট ৬৭ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২১জানুয়ারী-২০২৬ বুধবার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান,স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ, ময়মনসিংহ-২(ফুলপুর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মতিউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হাসান, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ বদরুজ্জামান, ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোস্তাক আহমেদ, ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী রেজাউল করিম, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে খেলাফত মজলিসের প্রার্থী রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম,ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কদ্দুস, খেলাফত মজলিসের প্রার্থী নজরুল ইসলাম,ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী আহাম্মদ হোসেন ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুঞ্জুরুল হক হাসান, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মামুন বিন আব্দুল মান্নান, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী আল ফাতাহ মোঃ আঃ হান্নান,আলমগীর মাহমুদ, মুশফিকুর রহমান, ময়মনসিংহ-১১(ভালুকা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ছাইফ উল্লাহ পাঠান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১১৭ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ২৯ ডিসেম্বরের মধ্যে ৯৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। পরে রিটার্ণিং কর্মকর্তা কর্তৃক যাচাই বাছাইয়ে ৬৫ জনের মনোনয়ন পত্র বৈধতা পায় এবং মনোনয়ন পত্রে বিভিন্ন সমস্যা থাকায় রিটার্নিং কর্মকর্তা ২৯ জনের মনোনয়ন পত্র বাতিল করলে পরবর্তীতে নির্বাচন কমিশনের আপিল বিভাগে ২১ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পায়। ২০জানুয়ারী ১৯ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় ২১ জানুয়ারি প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করবেন ৬৭ জন প্রার্থী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *