আশুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া হাজী লিয়াকত মীর সড়ক সংলগ্ন মীরবাড়ি মাঠে বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকেলে ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন মীরবাড়ি মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান দেওয়ান মোঃ মঈনউদ্দিন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আঃ গফুর মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ফয়েজ হোসেন মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, বিএনপি নেতা আহসানউল্লাহ ভুঁইয়া, নুরুল ইসলাম ভুঁইয়া, আরো উপস্থিত ছিলেন দুলাল মীর, নাজমুল ইসলাম মোল্লা, হাজী খন্দকার তোফাজ্জল হোসেন, মাসুদ ভুঁইয়া, হাজী আজাহুরুল ইসলাম মোল্লা, সোহেল মীর, আকাশ মীর, আতিকুর রহমান উজ্জ্বলসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে কয়েকশত মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আয়োজন করেন হাজী লিয়াকত আলী মীর সড়কের ব্যবসায়ীবৃন্দ। দোয়া মাহফিল শেষে সন্ধ্যার পর উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *