নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।
বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ মহাসিন মিয়া আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সকাল ১১টা ৫০ মিনিটের দিকে নিজ ওয়ার্ড এলাকায় একটি ব্রিজ নির্মাণকাজ তদারকির সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের স্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন।
তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন। তার মৃত্যুতে স্থানীয় জনগণসহ সর্বস্তরের মানুষ গভীরভাবে শোকাহত।
নেছারাবাদ সংবাদদাতা,পিরোজপুর।

Leave a Reply