হেলাল শেখঃ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রুবেল হাওলাদারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা।
জানা গেছে, শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা মনে করেন, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা পেয়েছেন ওসি রুবেল হাওলাদার।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় বলেন,
“আমার জানামতে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য জনাব মোঃ রুবেল হাওলাদার। তিনি একজন নীতিবান ও সাহসী অফিসার ইনচার্জ। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি কোনো ধরনের আপোষ করেন না। নিজেই মাঠে থেকে অভিযানে নেতৃত্ব দেন, যা একজন আদর্শ পুলিশ কর্মকর্তার দৃষ্টান্ত।” তিনি আরও বলেন, আশুলিয়া থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তার ভূমিকা প্রশংসনীয়।
স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ওসি রুবেল হাওলাদার তার পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশ ও জনগণের মাঝে আস্থার সেতুবন্ধন আরও সুদৃঢ় করবেন।

Leave a Reply