হেলাল শেখঃ ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে অর্ধদিবস দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ইং) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় হাজার হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। কর্মসূচির ফলে ঢাকা-আশুলিয়া বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও যাত্রীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য ও আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় এলাকাবাসী সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। প্রশাসনের নীরবতা জনগণকে রাজপথে নামতে বাধ্য করেছে।”
এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা আহসানুল্লাহ ভুঁইয়া, ইসমাইল হোসেন মোল্লা, আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামগড়া চৌরাস্তায় জালাল প্লাজার মালিক হাজী সোহরাব হোসেন মীর, বিএনপি নেতা তালুকদার হাজী তোফাজ্জল হোসেনসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, অবিলম্বে আশুলিয়ার জামগড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে অংশ নেওয়া সকলের একটাই দাবি-এলাকার স্থায়ী জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান।

Leave a Reply