নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ হয়েছেন।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি রোববার (১৮ জানুয়ারি) তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তাঁকে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।
Google Newsএকুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কমিটির কাছে অভিযোগ এসেছে, অধ্যাপক মুজিবুর রহমানের উপস্থিতিতে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের এক উঠান বৈঠকে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করা হয়েছে এবং প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাওয়া হয়েছে। বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, তাঁর বক্তব্য নির্বাচনী আচরণবিধি-২০২৫ এর ১৫, ১৬ ও ১৮ নম্বর বিধির স্পষ্ট লঙ্ঘন। “সবকিছু এদের কাছে নিরাপদ নয়। মুজিবুর রহমান একজন ভালো মানুষ। নিরাপত্তাপূর্ণ স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে ন্যায়ের পক্ষে সবাই দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন”—এমন কথাও ভিডিওতে দেখা গেছে।
বিচারিক কমিটি জানিয়েছে, বিষয়টি নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে অনুসন্ধান করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না-তার ব্যাখ্যা দিতে অধ্যাপক মুজিবুর রহমানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।।

Leave a Reply