ঝিনাইদহে সুবির কুমার দাস হত্যার প্রতিবাদ ও খুনদের ফাঁসির দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের সেলুন কর্মী সুবির কুমার দাস হত্যার প্রতিবাদ ও খুনদের ফাঁসির দাবীতে চাকলাপাড়া মহল্লাবাসি মানববন্ধন করেছে। শুক্রবার বেলা ১০টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এই কর্মসুচিতে চাকলাপাড়া, মহিষাকুন্ডু ও পুরানো হাটখোলা এলাকার শত শত নারী পুরুষ অংশ গ্রহন করেন। কর্মসুচি শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুক্ত, রাম সরকার, সাদ্দান হোসেন, শামসুল হক, সুজিত কর্মকার, সুকুমার দাস, নাসের হাসান সোহাগ সুশান্ত সরকার প্রমুখ। বক্তাগন বলেন চাকলাপাড়া পাড়ায় কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনকে মাসোয়ারা দিয়ে এই চক্র মাদক ব্যবসা করে যাচ্ছে। তারাই পারিবারিক বিরোধের জের ধরে সেলুন কর্মী সুবিরকে নির্মম ভাবে হত্যা করেছে বলেছে অভিযোগ করা হয়। উল্লেখ্য গত সোমবার ( ৪ অক্টোবর) মধ্যরাতে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে সুবীরকে হত্যা করা হয়। হামলায় নিহত’র পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসও আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন আছেন। এ ঘটনায় র‌্যাব মামলার আসামী নির্মল দাস ও লিমন জোয়ারদারকে আটক করলেও বেশির ভাগ আসামী পলাতক রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *