হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ইং) সকালে রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, মূলত নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছর বয়সী কিশোর মিলন হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেফতার এবং লুণ্ঠিত অটোরিকশাটিও উদ্ধার করেছে পিবিআই।
ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ, রামপুরা-নতুন বাজার রুটে যান চলাচল বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালকরা, তারা সড়ক অবরোধ করলে রামপুরা-নতুন বাজার রুটে যান চলাচল বন্ধ থাকে বলে পিবিআই জানায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর বিকেলে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিলন নিখোঁজ ছিলো। পরিবারের পক্ষ থেকে দীর্ঘ খোঁজাখুঁজির পর ১৮ নভেম্বর আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা করেন মিলনের মা জোসনা বেগম।
জানা যায়, আশুলিয়ায় প্রায়ই অটোরিকশা চুরি ছিনতাই হয়, দুই একটা উদ্ধার ও দুই একজন গ্রেফতার হলেও অন্যরা ধরাছোঁয়ার বাইরেই থাকছে বলে ভুক্তভোগী পরিবার ও সচেতন মহলের দাবি।

Leave a Reply