দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত মুহাদ্দিস ডক্টর এনামুল হক

জাকিরুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও কামিল হাদীস বিভাগের প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হক এবার দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে বিশেষ গুরুত্বসহ পাঠদানের জন্য এবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন-২০২৬ উপলক্ষে তাঁকে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করা হয়। তিনি ইতিপূর্বে ২০০৪ ও ২০০৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউণ্ডেশনের ত্রৈমাসিক গবেষণা পত্রিকা, মাসিক জনপ্রিয় জার্নাল প্রেরণা, গবেষণা জার্নাল ছাত্র সংবাদ, গবেষণা ম্যাগাজিন দ্বিমাসিক মাদরাসা, জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার সীরাতুন্নবী ম্যাগাজিন ও সাপ্তাহিক সোনার বাংলা সীরাতুন্নবী ম্যাগাজিনে তাঁর শতাধিক গবেষণা প্রবন্ধ ও সমসাময়িক কলাম প্রকাশিত হয়েছে এবং তাঁর একটি গবেষণা গ্রন্থ ২০২৬ সালের ২১ শে ফেব্রুয়ারি বই মেলায় প্রকাশের প্রস্তুতি চলছে। তার এই সাফল্যে শিক্ষক, সাংবাদিক ও সূধিমন্ডলী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মো. জাকিরুল ইসলাম জাকির
দিনাজপুর, প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *