শৈলকুপায় কালী মূর্তি ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় কালী মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ‘ডাউটিয়া ঠাকুর বাড়ির বংশীয় পরমপরা সর্বজনীন কালী মন্দিরে’ এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে এলাকাবাসী মন্দিরের ভাঙা মূর্তি দেখে পুলিশকে খবর দেয়। শৈলকুপা থানা পুলিশ খবর পেয়ে মন্দির পরিদর্শন করে ত মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। গ্রামবাসি জানান, ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামে জমিদার আমলে ‘ডাউটিয়া ঠাকুর বাড়ির বংশীয় পরমপরা সর্বজনীন কালী মন্দিরটি’ প্রতিষ্ঠিত। বৃহস্পতিবার রাতে কে বা কারা ফটকের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর করে। তারা কালী মুর্তির চার হাত ও মাথা ভেঙে ফেলেছে। শুক্রবার সকালে মমতাজ বেগম (৪৫) নামের স্থানীয় এক নারী হাঁটতে বের হয়ে মূর্তি ভাঙা পড়ে থাকতে দেখে মন্দির কমিটির সাধারণ সম্পাদককে জানান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম, ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি শ্রী সুকুমার মন্ডল বলেন, এখানে প্রতিবছর পূজা দেওয়া হয়। রাতে অন্ধকারে কে বা কারা মন্দিরে প্রবেশ করে কালী মূর্তি ভাঙচুর করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মন্দিরের ভেতর মূর্তি ভাঙচুরের খবর পেয়ে আমরা সেখানে যাই। গিয়ে দেখি মন্দিরের কালী মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পরে আমরা স্থানীয় মন্দির কমিটির সঙ্গে আলোচনা করার পর প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে বলেও ওসি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *