নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।।
‘সাহিত্য বদলে দিতে পারে সমাজ, গড়ে তুলতে পারে আলোকিত মানুষ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রণীত সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ (সিজন–২)। শিক্ষা ও সংস্কৃতির সেতুবন্ধনে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে শনিবার সকাল ১০টায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর মিস্ত্রী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশীষ হালদার (কবি ও প্রাবন্ধিক, উপাধ্যক্ষ, বরিশাল সরকারি মহিলা কলেজ), কবি মাসুম আহমেদ রানা (প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয়), প্রণীত সাহিত্য একাডেমির সভাপতি কবি মোঃ রানাকাজি, শিক্ষক ও কবি ধীরেন হালদার, কবি আব্দুর রাজ্জাক, শিল্পী নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষক রিপন মিত্র, শিক্ষিকা রোখসানা আক্তার, একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং সদস্য আবৃত্তিকার ও উপস্থাপিকা সুলতানা ফেরদৌস। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রণীত সাহিত্য একাডেমির উপদেষ্টা, কবি-সাহিত্যিক ও বাচিকশিল্পী মোঃ আমিনুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি, গান, উপস্থিত বক্তৃতা ও একক অভিনয়সহ নানা পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে। সুশৃঙ্খল আয়োজন, মনোরম সাজসজ্জা ও প্রাণবন্ত পরিবেশনায় পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
বক্তারা বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি লেখালেখি ও শিল্পচর্চার সুযোগ সৃষ্টি করে এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, সাহিত্য একাডেমি প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ আজিজ উল্লাহ্ই, তার ইচ্ছে সমাজে শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করা। প্রণীত সাহিত্য একাডেমি ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আনোয়ার হোসেন
নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।

Leave a Reply