নিজস্ব প্রতিনিধি,পটিয়াঃ
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে হযরত শাহছুফী ছৈয়দ মোখলেছুর রহমান আল মাইজভান্ডারি এর বেলায়েত বার্ষিকী উপলক্ষে মোখলেস ভান্ডার দরবার শরীফে আজ (সোমবার) ওরশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাদে ফজর খতমে কোরআন শরীফ, বাদে আছর খতমে গাউছিয়া, বাদে মাগরিব মিলাদ মাহফিল ও বাদে এশা আখেরী মুনাজাত ও পরে তবরুক বিতরন করা হবে।
মোকলেছুর রহমান মাইজভান্ডারির দরবারের আওলাদ মাস্টার মো: আবদুল গণি মাইজভান্ডারি জানান, প্রতি বছরের ন্যায় এবছর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply