মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি :
আলো–ছায়ার নান্দনিকতায় ভিন্ন এক রূপে ধরা দেয় বন্দরনগরী চট্টগ্রাম। রাত নামলেই ব্যস্ত নগরজীবনের কোলাহলের মাঝেও ফুটে ওঠে শহরের নিজস্ব সৌন্দর্য। ছবিতে দেখা যাচ্ছে চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা প্রবর্তক মোড়—যা রাতের আলোয় হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
প্রবর্তক মোড় সংলগ্ন এলাকায় রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঐতিহ্যবাহী ইসকন মন্দির, শ্রী শ্রী মহাশ্মশান গোলপাহাড় কালী মন্দিরসহ বেশ কয়েকটি ধর্মীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব স্থাপনার আশপাশ ঘিরে গড়ে উঠেছে আধুনিক বাণিজ্যিক ভবন, রেস্টুরেন্ট, শপিং আউটলেট ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, যা রাতের বেলায় আলোয় ঝলমল করে উঠে।
রাস্তায় চলাচলরত গাড়ি, রিকশা ও পথচারীদের ব্যস্ততা জানান দেয়—এই নগরী কখনো ঘুমায় না। সড়কবাতির আলো, দোকানপাটের ঝলমলে সাইনবোর্ড আর ভবনগুলোর আলোকসজ্জা মিলিয়ে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য। কর্মব্যস্ত মানুষ দিনের ক্লান্তি ঝেড়ে রাতে বেরিয়ে পড়েন প্রয়োজন ও বিনোদনের খোঁজে।
নগরবাসীর মতে, চট্টগ্রামের রাত মানেই নিরাপত্তা, গতিশীলতা আর সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ। বিশেষ করে প্রবর্তক এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে রাতের এই দৃশ্য নতুন প্রজন্মের কাছে শহরের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে তোলে।
আধুনিকতা ও ঐতিহ্যের সহাবস্থানে চট্টগ্রামের রাত তাই শুধু সময়ের পরিক্রমা নয়—এ এক জীবন্ত নগরচিত্র, যেখানে আলোয় আঁকা হয় শহরের গল্প।

Leave a Reply