এম এ আলিম রিপন,সুজানগর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পাবনা-সুজানগর রোডে চলাচলকারী সুজানগর সিএনজি মালিক সমিতির উদ্যোগে শোকসভা ও খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এতে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল, সাবেক যুবদল নেতা আরিফুল ইসলাম টুটুল,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকরাম হোসেন মধু,উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন,সাবেক ছাত্রনেতা কামরুল হোসেন শান্ত, সুজানগর পৌর শ্রমিকদলের আহ্বায়ক দ্বীন ইসলাম, সুজানগর সিএনজি মালিক সমিতির মো.বঁাকী, রুবেল, বিল্লাল, মাসুম, রুহুল, ইকবাল, মাসুদ, ইমদাদুল, শামীমসহ এলাকার সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার দেশপ্রেম ও সততা অনুকরণীয় হয়ে থাকবে উল্লেখ করে দোয়া মাহফিলের পূর্বে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তার অকৃত্রিম দেশপ্রেম এবং সততা আমাদের সকলের জন্য আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক।
সুজানগরে সিএনজি মালিক সমিতির উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে শো-কসভা ও দোয়া অনুষ্ঠিত

Leave a Reply