মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি।
বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব হলরুমে এ সভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখা।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগ এবং বরিশাল জেলা সভাপতি
উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের কল্যাণে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাবুগঞ্জ উপজেলা শাখা, হাফেজ মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ। এছাড়াও সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি।
সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং আগামীর রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply