রাজশাহী-১ আসনের প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে বিএনপির প্রার্থিতা ফিরে পেয়েছেন দলটির নেতা সুলতানুল ইসলাম তারেক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্তে তার মনোনয়ন বৈধতা ফিরে আসে। এর মধ্য দিয়ে রাজশাহী-১ আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণের পথ সুগম হলো।

এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ সমর্থক ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানিতে প্রার্থীর পক্ষে দাখিল করা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করে পূর্বের সিদ্ধান্ত বাতিল এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকতে আর কোনো বাধা রইল না।

প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় সুলতানুল ইসলাম তারেক বলেন, ন্যায়বিচারের প্রতি তার আস্থা ছিল। শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী-১ আসনের জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি আরও সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে কাজ করবেন।

তিনি আরও জানান, দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে জনসংযোগ ও প্রচারণা জোরদার করা হবে।

এদিকে তার প্রার্থিতা পুনর্বহালের খবরে তানোর ও গোদাগাড়ী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, সুলতানুল ইসলাম তারেকের প্রার্থিতা ফিরে পাওয়ায় রাজশাহী-১ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও জমে উঠবে।

মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,
রাজশাহী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *