আশুলিয়ায় ম/দ, গাঁ/জা, হি/রোইন ও ফে/নসিডিলের জমজমাট কারবার, বাড়ছে অ-পরাধমূলক কর্মকাণ্ড

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ায় মদ,গাঁজা, হিরোইন, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের অবৈধ কারবার দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এলাকাজুড়ে প্রকাশ্যেই এসব মাদক কেনাবেচা চলায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্তরা নেশার টাকা জোগাড় করতে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে আশুলিয়ার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, জামগড়াসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মাদক বিক্রেতা ও সেবনকারীদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে আছে।
সচেতন নাগরিকরা দ্রুত মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *