হেলাল শেখঃ ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকার কিছু পোশাক কারখানায় চাকরি ও কর্মসংস্থান প্রশিক্ষণের নামে বেকারদের কাছ থেকে ঘুষ আদায় ও প্রতারণার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এসব চক্র বেকার যুবক-যুবতীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু প্রতিশ্রুত চাকরি দিচ্ছে না। ভুক্তভোগীদের অভিযোগ, দেশের বিভিন্ন জেলা থেকে কাজের আশায় রাজধানী ও শিল্পাঞ্চলগুলোতে আসা মানুষের অসহায়ত্বকে পুঁজি করে দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে চক্রটি। এভাবে অর্থ আত্মসাৎ ও প্রতারণাকে মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় বলেন,“দেশের প্রায় ৬৪ জেলার মানুষ জীবিকার সন্ধানে ঢাকা ও গাজীপুরে আসে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিচ্ছে, অথচ চাকরি দিচ্ছে না। এটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।”
তিনি আরও বলেন, দ্রুত এসব প্রতারক চক্রকে শনাক্ত করে আটক করার পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছেন।
এদিকে সচেতন মহল মনে করছে, চাকরির নামে প্রতারণা শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং বেকার মানুষের মানসিক ও সামাজিক নিরাপত্তার ওপরও মারাত্মক আঘাত হানছে। বিষয়টি তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply