নিজস্ব প্রতিনিধি।।
তাউস গ্রুপের চেয়ারম্যান তরুণ শিল্প উদ্যােক্তা আলহাজ্ব মোহাম্মদ বদিউল আলম বলেছেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকাসক্ত নিরাময় করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।
শুক্রবার বিকালে চট্টগ্রামের পটিয়ায়
মল্লাপাড়া রয়েল ষ্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম পারভেজ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ৫ম বারের মতো ২য় রাউন্ড উদ্বোধনী খেলায় উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।আলহাজ্ব মোহাম্মদ বদিউল আলম আরো বলেন শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ অঞ্চলের অভিভাবকদের বলবো, আপনার ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নুরুজ্জামান রয়েলের সভাপতিত্বে পরিগ্রাম মল্লাপাড়া পশ্চিম বাড়ী মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির লিগ্যাল এইডের আহবায়ক এডভোকেট ফোরকানুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কচুয়াই ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল আমি মধু,সিদ্দিক মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক,ইউচুফ তালুকদার, আশরাফ উদ্দীন নয়ন,জাহিদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর, মোহাম্মদ রফিক, মোঃ জুয়েল, মোরশেদুল আলম,এমরান হোসেন, মোঃ শহীদ,মোঃ হোসেন,মোঃ শাফি সহ আরো অনেকেই।
সমাজ থেকে মা-দক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান – বদিউল আলম

Leave a Reply