পঞ্চগড়ে শুরু হয়েছে দুইদিন ব্যাপি ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ বি-তর্ক উৎসব

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :
উত্তরের জেলা পঞ্চগড়ে নতুন নেতৃত্ব নির্মাণ এবং জেলার উন্নয়নে তরুণদের ভাবনা ও প্রস্তাবনা সংকলনের উদ্দেশ্যে দুইদিন ব্যাপি ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ বিতর্ক উৎসব শুরু হয়েছে। সংসদীয় আসন পঞ্চগড় ১ এর আটোয়ারী, পঞ্চগড় সদর, এবং তেঁতুলিয়া উপজেলার প্রায় ২৫০ জন বিতার্কিক এই উৎসবে যোগদান করেছেন। তারা বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এর প্রতিনিধিত্ব করছেন। সংসদীয় এই বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে অংশ নিচ্ছেন মনিরুজ্জামান প্রত্যাশা এবং বিরোধীদলিয় নেতা হিসেবে অংশ নিচ্ছেন জুই আক্তার। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন আহসানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রভাষক আশরাফুল ইসলাম রনি। ডেপুটি স্পিকার হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শারমিন সুলতানা নিশি । শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিনা পারভীন।
জানাগেছে পঞ্চগড় ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের উদ্দিপনা এবং সহযোগীতায় এই উৎসব আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি তরুণদের মতামত ও প্রস্তাবনা সংকলন করে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করবেন। সারাদিনব্যাপি এই উৎসব অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেলে ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ শেষ হবে বলে জানিয়েছে আয়োজক কতৃপক্ষ। এই আয়োজনটির পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় রয়েছে পঞ্চগড় পাইওনিয়ারস। নলেজ পার্টনার হিসেবে থাকছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে থাকছে ক্রিয়েটিভ সাইন্স অলিম্পিয়াড বাংলাদেশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *