রফিকুল ইসলাম, রাঙ্গাবালী
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অবহিতকরণ সভা করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞার সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় ও অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক।
সভায় জেলা প্রশাসক রাঙ্গাবালী উপজেলার বিদ্যমান সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, রাঙ্গাবালী একটি সম্ভাবনাময় উপকূলীয় উপজেলা। সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন সম্ভব।
এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও কার্যকর ও শক্তিশালী করতে জনগণের সক্রিয়, সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা রাঙ্গাবালীর উন্নয়নসংক্রান্ত সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভা শেষে তিনি সাগরে নিখোঁজ জেলেদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙ্গাবালীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও অবহিতকরণ সভা “সমস্যা, সম্ভাবনা ও গণভোট বিষয়ে গুরুত্বারোপ”

Leave a Reply