মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করেছেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মাগুরায় রওশনা আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যা নিকেতনে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ হতে এসব শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গ।
শিশু স্বর্গের তেঁতুলিয়া উপজেলা র সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু বলেন “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” এবারের এই শীতে দেশের ১৫ জেলার ৩০ স্পটে ৩০০০ পিস ভালোমানের কম্বল
অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিতরণ করেছেন।
বিতরণ অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা শিশুস্বর্গ ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান, সহ-সহ-সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলহাজ উদ্দিনসহ উক্ত সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply