পার্বত্য জেলায় শিশু উন্নয়ন প্রকল্পে, পলি মৌজা, বিডি ০৫০৭ এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মথি ত্রিপুরা।

পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে পলি মৌজা, বিডি-০৫০৭ এলাকায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ (জানুয়ারি) সকাল ১০:০০ ঘটিকায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প, বাস্তবায়নের: আগাপে, অর্থায়নের: কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) পলি মৌজা,বিডি-০৫০৭ শিশু উন্নয়ন কেন্দ্রে আয়োজিত এ সমাবেশে প্রকল্পের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা অংশগ্রহণ করেন। সমাবেশের উদ্দেশ্য ছিল শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে অভিভাবকদের সচেতন করা এবং প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা।
সমাবেশে বক্তারা শিশুদের নিয়মিত কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা, পুষ্টিকর খাবার প্রদান এবং ঘরে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের নৈতিক ও সামাজিক বিকাশে অভিভাবকদের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত অভিভাবকরা শিশুদের উন্নয়নে প্রকল্পের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। সমাবেশ শেষে শিশুদের সার্বিক উন্নয়নে অভিভাবক ও শিক্ষক একসাথে কাজ কপ্রত্যয়রার করা হয়।

উক্ত সমাবেশে মোট ৩০০( তিনশত) জন অভিভাবক উপস্থিত ছিলেন। এছাড়াও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিশু উন্নয়ন কেন্দ্রের শিক্ষক ও সহকারী শিক্ষক, কর্মচারী অংশগ্রহন করেন।

সমাবেশে শিশুদের নিয়মিত উপস্থিতি, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, পুষ্টিকর খাবারের গুরুত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের নৈতিক শিক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অভিভাবকদের শিশুদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়।
সিদ্ধান্ত ও সুপারিশ
১. শিশুদের নিয়মিত কেন্দ্রে পাঠানোর বিষয়ে অভিভাবকরা সম্মত হন।
২. ঘরে পুষ্টিকর খাবার নিশ্চিত করার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।
৩. শিশুদের আচরণগত উন্নয়নে অভিভাবক ও শিক্ষক একসাথে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপসংহার
সমাবেশটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। সকলের সহযোগিতায় শিশুদের উন্নয়ন আরও জোরদার হবে বলে আশা ব্যক্ত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *