মাদ/ককে না বলুন, সুন্দর সমাজ গঠনে পথশিশু-কিশোরদের নিয়ে ‘গানের কলি’ অনুষ্ঠান

হেলাল শেখঃ মাদক ও সন্ত্রাস দমন করার জন্য এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে পথশিশু কিশোর-কিশোরীদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন শুরু করছি আমরা। এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘গানের কলি’।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেছেন আইটিভি বাংলার স্টাফ রিপোর্টার, বাংলা বাজার পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়। তিনি জানান, সমাজের অবহেলিত পথশিশু কিশোর-কিশোরীদের সুস্থ সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার মাধ্যমে তাদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন,“পথশিশু কিশোর-কিশোরীরা যেন কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ে এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকে, সেই লক্ষ্যেই এই সচেতনতামূলক সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গান ও সংস্কৃতির মাধ্যমে তাদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলা সম্ভব।”

আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘গানের কলি’ অনুষ্ঠানের মাধ্যমে পথশিশুদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং তারা সমাজের মূল ধারায় ফিরে আসতে অনুপ্রাণিত হবে। এ ধরনের উদ্যোগ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *