আশুলিয়ায় মোটরসাইকেলসহ দু-র্ধর্ষ চো-র একে খান নিত্র’কে গ্রে-ফতার করেছে থানা পুলিশ

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকা থেকে মোটরসাইকেলসহ এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬ইং) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলামের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অভিযান চালিয়ে ভাদাইল এলাকা থেকে একে খান নিত্র (১৯) নামের এক যুবককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে পুলিশ লেখা একটি কালো রঙের মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে আশুলিয়া থানার ভেতরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগ থাকায় পুলিশ নজরদারি জোরদার করে অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মাহমুদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য নিত্র’কে গ্রেফতার করা হয়েছে এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে থানায় এনে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। সেই সাথে এই চক্রের সাথে আরও কে কে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *