সিলেটে শাহজালাল (রা.) মাজার প্রাঙ্গণে ভক্ত ও বহুরূপীদের য/ত্রতত্র অবস্থান

হেলাল শেখঃ সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) দরগা শরীফ মাজার প্রাঙ্গণে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম হলেও সাম্প্রতিক সময়ে সেখানে বহুরূপী ও ভবঘুরে মানুষের যত্রতত্র ঘুমানো ও অবস্থান করাকে কেন্দ্র করে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি।

সরেজমিনে দেখা যায়, মাজারের ভেতর ও আশপাশের বারান্দা, সিঁড়ি,গাছতলা ও চলাচলের পথেই অনেককে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। কেউ কেউ দিন-রাত মাজার প্রাঙ্গণেই অবস্থান করছেন, যা ভক্তদের স্বাভাবিক ইবাদত ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ভক্ত ও দর্শনার্থীরা জানান, পবিত্র ও ঐতিহাসিক এই ধর্মীয় স্থানে শৃঙ্খলা রক্ষা জরুরি। অথচ বহুরূপী ও ভবঘুরে মানুষের অবাধ অবস্থানের কারণে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও ধর্মীয় পরিবেশ নষ্ট হচ্ছে। অনেক নারী ও বয়স্ক ভক্ত এতে বিব্রত বোধ করছেন।
অন্যদিকে, কেউ কেউ মনে করছেন-এই দরগা শরীফ যুগ যুগ ধরে আশ্রয়হীন মানুষেরও আশ্রয়স্থল। তবে তাদের মতে, নির্দিষ্ট নিয়ম ও তদারকি ছাড়া এমন অব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয়।
সচেতন মহলের দাবি, মাজার কর্তৃপক্ষ ও প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা-যাতে একদিকে ধর্মীয় পরিবেশ ও নিরাপত্তা বজায় থাকে, অন্যদিকে মানবিক দিক বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থাও নিশ্চিত করা যায়।

এ বিষয়ে মাজার প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *