বাবুগঞ্জে ডিবির অ/ভিযানে ১ কেজি গাঁ/জাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার

নিউজ প্রতিবেদক: মোঃ মহিউদ্দিন খাঁন রানা। বাবুগঞ্জ প্রতিনিধি।

বাবুগঞ্জ উপজেলের রহমতপুর ইউনিয়নের রামপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আব্দুল সালাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের রামপট্টি স্ট্যান্ড এলাকায় ডিবির এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা। পরে তাকে আটক করে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত জরুরি।

মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত অভিযান চললে যুব সমাজ মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে এবং সমাজ হবে আরও নিরাপদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *