রাজশাহীর পুঠিয়ায় আবারো ভে/কু নিস্ক্রীয়

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার অপরাধে
উপজেলার সেনবাগে অভিযান চালিয়ে আবারো স্কেভেটর (ভেকু) মেশিন নিস্ক্রীয় করা হয়েছে।
জানা গেছে,গত ৯ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলার সেনবাগে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একটি এক্সেভেটর (ভেকু) মেশিন নিস্ক্রীয় করেছেন।
এদিকে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। গভীর রাতে প্রত্যন্ত বিলের মাঝখানে পরিবহনের সুযোগ না থাকায় এস্কেভেটরটি (ভেকু) অকেজো করে দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন,অবৈধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে।
এদিকে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *