হেলাল শেখঃ সরকারি আইন ও বিধিনিষেধ অমান্য করে মানিকগঞ্জ, ধামরাই, সাভার-আশুলিয়া, টাঙ্গাইল ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় নির্বিচারে ফসলি জমি কেটে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে। এক শ্রেণীর অসাধু ভূমিখেকো ও মাটি ব্যবসায়ী রাতের আঁধারে কিংবা দিনের আলোতেই কৃষিজমি নষ্ট করে ট্রাকভর্তি মাটি বিভিন্ন ইটভাটা ও ভরাট প্রকল্পে সরবরাহ করছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বছরের পর বছর চাষাবাদ করে আসা উর্বর জমি কেটে নেওয়ায় তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়ায় ভবিষ্যতে সেখানে আর ফসল উৎপাদন সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন তারা। অনেক ক্ষেত্রে জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা লোভ দেখিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
বিশেষ করে সাভার-আশুলিয়া, ধামরাই ও গাজীপুর এলাকায় গভীর রাতে ভেকু মেশিন দিয়ে জমি কেটে ডাম্প ট্রাকে করে মাটি পরিবহন করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষি জমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। কোথাও কোথাও খোলা গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকিও সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবেশ সংরক্ষণ আইন ও কৃষিজমি সুরক্ষা আইন থাকলেও কার্যকর তদারকির অভাবে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। অনেক সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় কৃষক ও সচেতন মহল অবিলম্বে অবৈধভাবে ফসলি জমি কাটা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত অভিযান এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply