গোদাগাড়ী ( রাজশাহী ) উপজেলা সংবাদাদাতাঃ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে দলীয় সাংগঠনিক শক্তি কয়েকগুণ বৃদ্ধি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জেতাতে বিএনপির সাবেক ও বর্তমান নেতারা ঐকবদ্ধ হচ্ছেন। বিভেদ ভুলে রাজশাহী ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিনর সঙ্গে তৃণমূলের সব নেতা জোট বেঁধে রেকর্ড গড়েছেন। তারেক রহমানের কঠোর বার্তায় নেতাদের একাট্টা হওয়ার বিষয়টি ভোটের সমীকরণ বদলে দিতেছে।
গোদাগাড়ী উপজেলা সদরে এলাকার দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ মতবিনিময় সভায় জোট বেঁধে উপস্থিত হন জনপ্রিয় নেতারা। শুক্রবার সাকালে ব্যারিঃ মাহাফুজুর রহমান মিলনের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। ব্যারিষ্টার মিলন নিজে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি নিজেই সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
রাজশাহী ১ আসনের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপির ধানের শীষ প্রতীককে জেতাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।
দলের প্রার্থীকে সমর্থন দিয়ে জোট বাঁধেন রাজশাহী জেলা বিএনপির ও উপজেলা, গোদাগাড়ী পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপির নেতা সাবেক প্যানেল মেয়র মোঃ মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, গোদাগাড়ী তানোরের উন্নযন মূলত ব্যারিষ্টার আমিনুল হক ভাইয়ের হাত ধরে শুরু হয়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রায়ত ব্যারি. মোঃ আমিনুল হকের ব্যাপক জনপ্রিয়তা, ধানের শীষ এবং প্রার্থীর ক্লিন ইমেজে রাজশাহী ১ আসনেই বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ । বিপুল পরিমাণ ভোটে রেকর্ড গড়বেন তারেক রহমান। তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী।
রাজশাহী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিন বলেন, গোদাগাড়ী – তানোরের মাটি বিএনপি, ধানের শীষ তথা ব্যারিষ্টার আমিনুল হকের শক্তিশালী ঘাঁটি। আমরা সবাই এক থাকলে আমাদের তথা ধানের শীষের বিজয় নিশ্চিত।
এ দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
৯ জানুয়ারি শুক্রবার মাটিকাটা
ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
সিনিয়র এডভোকেট, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক
ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন
গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন বাবু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিলিপ, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক অরণ্য কুসুম, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্তিন বিদ্যুৎ প্রমূখ।
এদিন কর্মসূচিতে উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকগণ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অতীতের সকল ভেদাভেদ ও মতপার্থক্যের অবসান ঘটিয়ে
সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,রাজশাহী।

Leave a Reply