স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৯ আসনে মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিধ ও সমাজ সেবক প্রফেসর ড এ আর খান ।
বুধবার (৭জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রের ঢাকা অঞ্চলের ৫নম্বর বুথে তিনি এ আপিল করেন।
আপিল জমা দেয়ার পর প্রফেসর ড এ আর খান সাংবাদিকদের বলেন, বিগত প্রায় ৩ মাস আগে থেকে নির্বাচন করার ইচ্ছা নিয়ে মাত্র প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থনে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে। সাধারন ভোটার আমার প্রার্থীতায় উচ্ছ্বাসিত হয়ে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন।তারা নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। যারা স্বাক্ষর দিয়েছেন, তারা চান আমি নির্বাচনে অংশ নিই। তাদের প্রতি সম্মান জানিয়েই আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।’
এসময় তার পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট রাফশান মালিক জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪ (৫) এবং নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৫ অনুযায়ী প্রফেসর ড এ আর খান এ আপিল দায়ের করেছেন।
প্রফেসর ড এ আর খান নান্দাইল আসনে একজন জনবান্ধব ও জনপ্রিয় প্রার্থী এবং তার বিজয় প্রায় নিশ্চিত, ক্ষমতাসীনেরা এটা বুঝেই, শুধু ষড়যন্ত্র করেই তাঁর মনোনয়নপত্র বাতিল করেছে বলে আলোচনা চলছে বিভিন্ন মহলে। প্রফেসর ড এ আর খান নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের আচারগাঁও গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজের ছেলে। পেশাগত ভাবে তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন।
দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় নান্দাইলে একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব শিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে সকলের কাছে পরিচিত মুখ। বিশেষ করে প্রবীণ ও তরুণ সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো।
ছাত্র জীবন থেকে সব সময় পাশে থেকেছেন অসহায় ও মেধাবী ছাত্রদের। গরীব মেধাবীদের স্কুল কলেজে শিক্ষায় সহায়তা ও গরীব অসহায় মানুষকে সহযোগীতাসহ বিভিন্ন জনবান্ধব কাজের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত তাকে নেতৃত্ব স্থানে নিয়ে আসে। তার মনোনয়ন পত্র বাতিলের সংবাদে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে হতাশার সৃষ্টি হলেও আপিল করার খবরে নান্দাইলবাসীর মাঝে উৎসাহ উদ্দীপনার দেখা দিয়েছে। আপিল বিভাগ প্রফেসর ড এ আর খানকে প্রার্থীতার বৈধতা দিয়ে নির্বাচনী মাঠে লড়াই করার সুযোগ দিবেন এমনটাই প্রত্যাশা করছেন নান্দাইলের সর্বস্তরের ভোটাররা।

Leave a Reply