হেলাল শেখ: যুগ যুগ ধরে দেশের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির অধিকার রক্ষায় বহুমুখী ভূমিকা পালন করে আসছেন। সমাজের প্রতিটি স্তরের খবর তারা তুলে ধরেন, কিন্তু দুঃখজনকভাবে তাদের নিজস্ব খবর রাখার মতো মানুষ খুব কমই দেখা যায়।
মানবাধিকার লঙ্ঘন, অন্যায়- অবিচার, নির্যাতন কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনায় কোনো নাগরিক ভিকটিম হলে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঐক্যবদ্ধভাবে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। তবে অভিযোগ রয়েছে—এই সাংবাদিক ও মানবাধিকার কর্মীরাই যখন বিপদে পড়েন, তখন তাদের পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে মেম্বার, চেয়ারম্যান, এমপি কিংবা মন্ত্রী নির্বাচিত হলে তাদের জন্য সবাই এগিয়ে আসেন। কেউ কেউ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন, এসব অনিয়ম-দুর্নীতির চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরলেই সাংবাদিকদের বিরুদ্ধে নানামুখী চাপ, হুমকি ও হয়রানির সৃষ্টি হয়। এতে করে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা প্রায়ই ঝুঁকির মুখে পড়েন।
সচেতন মহলের মতে, দেশ ও জাতির স্বার্থে যারা নির্ভীকভাবে সত্য তুলে ধরছেন, তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Leave a Reply