বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের শেখ মোঃ সালামের পুত্র জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির নেতা ও বিশিষ্ট ঠিকাদার শেখ মোঃ রাশেদুল আলম -৫২ গতকাল সোমবার শ্বাস কষ্ট জনিত কারনে অসুস্থ হলে তার পরিবারের লোকজন ওই রাতেই তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক যথাযথ চিকিৎসা দিয়েও তার অবস্থাের উন্নতি করতে না পারায় রাত – ৪ টায় ইন্তেকাল করেন শেখ মোঃ রাশেদুল আলম। ইন্না-লিল্লাহ —– রাজেউন ।
মহুমের এই অকাল মৃত্যুতে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। মৃতকালে স্ত্রী এক কন্যা ও এক পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন।
।
মরহুমের জানাজার নামজ আজ বাদ আছর তার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ব্যাবসায়িক রাজনৈতিক সহ বিভিন্ন পেশার সহাশ্রাধিক লোকজনের উপস্থিতি লক্ষ করা গেছে।
জানাজার শেষে মরহুমের লাষ নিজ পারিবারিক কবর স্হানে দাফন করা হয়।

Leave a Reply