May 13, 2025, 3:18 pm
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছা পৌরসভার সরল বাজারে মুদি দোকানদার প্রবীর সাধু (৪৫) দোকানের শার্টার বন্ধ করতে যেয়ে বিদ্যুতায়িত হয়ে মুত্যু হয়েছে। উপজেলার মেলেকপুরাই কাটি গ্রামে প্রবীর সাধুর বাড়ি। তিনি কয়েক বছর যাবত সরল বাজারে মুদি দোকান করে ব্যাবসা করছেন। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা যায়, প্রবীর সাধু প্রতিদিনের ন্যায় দোকানের শাটার বন্ধ করতে যেয়ে বিদ্যুৎতায়িত হলে প্রচণ্ড ধাক্কায় পাশ্বে দেওয়ালে আঘাত লেগে গুরুতর আহত হয়। স্থানীয় দোকানদারা আহত প্রবীর সাধু কে উদ্ধার করে পাইকগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত্যু ঘোষনা করেন।