ডিভিএম ২৫ তম ব্যাচের ইন্টার্নশিপ কার্যক্রমের ওপর ফি/ডব্যাক প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত

মিঠুন সাহা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রমের ওপর একটি ফিডব্যাক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার সময় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অবস্থিত সিভাসু অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিভাসুর পরিচালক (বহির্বিষয়ক) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU)এর বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। তিনি তার বক্তব্যে ফিসারিজ ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যবহারিক জ্ঞান ও আন্তর্জাতিক অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মজীবনে সফলতার পথ সুগম করে। এ সময় তিনি শিক্ষার্থীদের দেশ-বিদেশে আধুনিক ফিসারিজ শিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণে উৎসাহ প্রদান করেন।

ফিডব্যাক প্রোগ্রামে ডিভিএম ২৫তম ব্যাচের শিক্ষার্থীরা ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে পাকিস্তানের লাহোরে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ফিসারিজ ইন্টার্নশিপ কার্যক্রমে অর্জিত অভিজ্ঞতা উপস্থাপন করেন। তাদের উপস্থাপনায় একাডেমিক শিক্ষা, গবেষণাগার পরিদর্শন, ব্যবহারিক প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ চলাকালীন অর্জিত অভিজ্ঞতা, সম্মুখীন হওয়া চ্যালেঞ্জ এবং শেখার বিষয়গুলো শেয়ার করেন। এ সময় উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের গঠনমূলক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে জানান, এ ধরনের ফিডব্যাক প্রোগ্রাম শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতে ফিসারিজ ইন্টার্নশিপ কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আব্দুল আহাদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, অনুষদ অব ভেটেরিনারি মেডিসিনের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, অনুষদ অব ফিশারিজের ডিন প্রফেসর ড. এস. কে. আহমদ আল নাহিদ এবং অনুষদ অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. ফেরদৌসী আক্তার।

সার্বিক সহযোগিতা ও স্পন্সর হিসেবে কেমিস্ট ল্যাবরেটরীজ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন এর সেলস ম্যানেজার মোঃ সেফাউল জোহা, ডাঃ নাইমা খাঁন, প্রোডাক্ট এক্সিকিউটিভ, ডাঃ সামিউল তওসিফ
প্রোডাক্ট এক্সিকিউটিভ
মোঃ মোক্তার হোসেন / ASM বক্তব্য রাখেন। এছাড়াও কোম্পানীর প্রতিনিধি- VMR মোঃ মতিউর উপস্থিত ছিলেন।

প্রাণিখাদ্যের গুণগত মান বিশ্লেষণ, সুষম খাদ্য প্রণয়ন এবং প্রাণিজ পণ্যের মান নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করেন। একই সঙ্গে ভেজাল ও ক্ষতিকর উপাদান শনাক্ত করে প্রাণী ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখেন। টেকসই ও আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে চিকিৎসা বিজ্ঞানে প্রাণীসম্পদ কেমিস্টের ভূমিকা অপরিহার্য_ ।”

অনুষ্ঠানে ডিভিএম ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *