খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

Leave a Reply