হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘শ্যুটার’ রাজু আহমেদকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ, ভুয়ার মামলার ভুয়া বাদী সায়েব আলী জলিল ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে, ৫ আগষ্ট ২০২৪ থেকে ১৬ মাসেও তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ এই সিন্ডিকেট কোটি কোটি টাকা মামলা বাণিজ্য করছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর২০২৫ইং) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার।
এর আগে সোমবার রাতে রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু আহমেদ (৪২) আশুলিয়ার মীরের চানগাঁও এলাকার শহিদুল ইসলামরে ছেলে।
তিনি নিজেকে সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে পরিচয় দিতেন। এর আগেও তিনি বিভিন্ন মামলায় কয়েকবার পুলিশ ও র্যাব-৪ অভিযান গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রেফতারর রাজু আহমেদ আশুলিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মাধ্যমে বিপুল অর্থ বিত্তের মালিক বনে যান, ভুয়া বাদী সায়েব আলী জলিল মিয়া গ্যাং লিডার, সাভার ও আশুলিয়ায় মামলা বাণিজ্যের সাথে জড়িত, কখনও আওয়ামী লীগ নেতা, কখনও যুবলীগ নেতা, আবার কখনও শ্রমিক লীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় আধিপত্ত্য বিস্তার করতেন। এলাকায় গুলি করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন মানুষের জমি দখল, সরকারী খাস পুকুর ভরাট করে বিক্রিসহ তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রাজু আহমেদকে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা মামলাও রয়েছে। সংশ্লিষ্ট মামলায় রিমান্ড আবেদন করে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply