কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের হাতে মনোনয়নপত্র জমা দেন।
সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ-১ (মুকসুদপুর উপজেলা -কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন। তিনি বলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছি। তিনি আন্তরিকতার সাথে তা গ্রহণ করেছেন। ইনশাল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবো। মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনকে সামনে রেখেই আমরা কাজ করবো।
এদিকে সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকরা সমবেত হয়েছেন।

Leave a Reply