গোপালগঞ্জ–২ আসনে ১০ দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতী শুয়াইব ইবরাহীম মনোনয়নপত্র দা-খিল করেছেন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের তিনটি (গোপালগঞ্জ -১, ২ ও ৩) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

এরই ধারাবাহিকতায় ১০ দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ–২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মুফতী শুয়াইব ইবরাহীম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামানের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর জেলা সভাপতি মাওলানা ফারুক হাসান নদভী,
পৌর জামায়াতের আমির মাওলানা এনামুল হক, মাওলানা ফখরুল আলম, মুফতি মাসুদুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল কালাম, হাফেজ জোবায়ের, মাওলানা কাওসার আহমদ মুফতি শাফায়াত হুসাইন, মুফতি আহমাদুল্লাহ মিশকাত, কাজী এজহারুল ইসলাম জামাতের প্রচার ও মিডিয়া সন্পাদক সহ প্রমুক ওলামায়ে কেরাম।

মনোনয়ন দাখিলের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি শুয়াইব ইবরাহীম বলেন- “গোপালগঞ্জ শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে অনেক পিছিয়ে এবং অত্র এলাকায় বেকারত্বের হার অনেক বেশি। আমি নির্বাচিত হলে মৌলিকভাবে এ সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করব এবং গোপালগঞ্জ–২ আসনের জনগণ ইনশাআল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে।”

উল্লেখ্য, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও শিক্ষা পরিচালক মুফতী শুয়াইব ইবরাহীম গোপালগঞ্জ ওলামা পরিষদের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন যাবৎ দ্বীনি ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে একজন সাহসী, আপসহীন ও আদর্শবাদী নেতা হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *