কে এম শহিদুল্লাহ,
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর শহরে সাংবাদিকের বাসা থেকে দুটি মোবাইল চুরি হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার সকাল আনুমানিক ১০ টা হতে ১ ঘটিকা সময়ে, যে কোন এক ফাঁকে হাছন নগর ময়নার পয়েন্ট নিসর্গ ২০ আবাসিক এলাকায় অবস্থিত জাতীয় দৈনিক সকালের সময় এবং দি গুড মর্নিং পত্রিকার জেলা প্রতিনিধি সুনামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কেএম শহীদুল ইসলামের নিজ বাসা হইতে। জানা যায় সাংবাদিক শহীদুল তার বসত ঘরে কম্পিউটার টেবিলের উপর ২টি মোবাইল চার্জে লাগিয়ে ঘুমে ছিল। এসময় তার স্ত্রী বাসার চাদের উপর রান্নার কাজে ব্যস্থ ছিল এবং শহীদুলের ছোট বাচ্চারা পার্শবর্তী শহীদুলের ভাইয়ের বাসায় ছিল। এই সুযোগে চুরেরা ঘরে প্রবেশ করে কম্পিউটারের টেবিলের উপর থেকে চার্জে লাগানো অবস্থায় দুটি এন্ মোবাইল চুরি করে নিয়ে যায়। যার মধ্যে একটি হল কিস্থিতে নেওয়া মোবাইল যার মডেল হলCAMON 40 Pro অপারেটিং সিস্টেম এন্ড্রুয়েড, আই এম আই নম্বর 352160160568925,352160168499421,
টেকনো,অন্যটি হল vivo y21এন্ড্রুয়েড মোবাইল। দুটি মোবাইলে সাংবাদিক শহীদুলের গুরুত্বপূর্ণ ভিডিও ডকুমেন্ট এবং ৩টি জিমেইল আইডিসহ ২টি ফেইসবুক আইডি,লগিং করা ছিল। ধারনা করা হচ্ছে সাড়ে ১১টা থেকে ১২ টার ভিতরে এলাকার চিন্হিত চুরেরা এঘটনা ঘটায়। এছাড়াও পার্শবর্তী বাসার সিসি ক্যামেরা সন্দেহ বাজন দুইজনকে দেখা গেছে এতে ধারনা করা হচ্ছে ছেনাজানা লোকেরা এই চুরি করেছে।এব্যপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় জিডি করা হয়েছে। পুলিশের অনুসন্ধানে মোবািল দুটি উদ্ধার হবে এমনটি আশাবাদ ব্যক্তকরেন ভূক্তভোগী সাংবাদিক শহীদুল।এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ জানান ডিজিটাল সিস্টেমের মাধ্যমে চুরদের খুজে বের করার জন্য আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।###
সুনামগঞ্জ পৌর শহরে সাংবাদিকের বাসায় থেকে দিন দুপুরে মোবাইল চু-রি

Leave a Reply