বাগেরহাট-৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে’র মনোনয়নপত্র দা-খিল

এস.এম.সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা জোরালো হয়ে উঠছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিস চত্বরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাবিবুল্লাহর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের সময় বাবু সোমনাথ দে’র সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা মো:আফজাল জমাদ্দার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি ফরিদুল হক সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক ছাত্রনেতা মাসুম হোসেন কচি এবং শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিউর রহমান।
এ ছাড়া বাগেরহাট-৪ আসনের অন্তর্ভুক্ত মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের সভাপতি–সম্পাদকসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির স্থানীয় নেতারা বলেন, সোমনাথ দে দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তাঁদের ভাষ্য, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি এ আসনে সংগঠিত ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
নেতারা আরও বলেন, মোরেলগঞ্জ–শরণখোলা এলাকায় কৃষক, জেলে, শ্রমজীবী ও সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে বিএনপি অতীতেও ভূমিকা রেখেছে। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিস চত্বরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, স্লোগান ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাগেরহাট-৪ আসনে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও দৃশ্যমান হলো। আগামী দিনগুলোতে প্রচার–প্রচারণা জোরদার হলে এ আসনে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *