সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনে সাভার উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ পর্যন্ত মোট ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে বিভিন্ন দলের ১০ জান ও ১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেল পর্যন্ত ১১জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন, মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. আফজাল হোসেন, এনসিপির ফয়সাল মাহমুদ,গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের ফারুক খান, খেলাফত মজলিসের এ. কে. এম এনামুল হক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ইসরাফিল হোসেন সাভারী, বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিবি)-এর চৌধুরী হাসান সোহরাওয়ার্দী এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম নিজামী। সাভার নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২৮ হাজার ৪২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮৭ জন, মহিলা ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। বিপুলসংখ্যক ভোটারকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তাপ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সময় প্রার্থীরা নিজ নিজ দলের আদর্শ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। সোমবার আরও প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিএনপি নেতা আইয়ুব খান মাঠে থাকলেও তিনি এখনো ফরম তোলেননি।

Leave a Reply