এম এস সাগর, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭টি ঝুঁকিপূর্ণ গাছ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ৪ সদস্য বিশিষ্ট নিলাম ও বিক্রয় উপ-কমিটির মাধ্যমে বিধি মোতাবেক নিলামে গাছ বিক্রয় সম্পুর্ন হয়েছে।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঐতিহ্যবাহী কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পূর্বের ঘর সংস্কার ও স্কুলের আসবাবপত্র তৈরির লক্ষে গত ২৫জুলাই ২০২৫খ্রি. স্কুল পরিচালনা কমিটির রেজুলেশনে গাছ নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ১৯আগষ্ট ২০২৫খ্রি. প্রধান শিক্ষক নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি আবেদন করেন এবং আবেদনের প্রেক্ষিতে উপজেলা পরিবেশ ও বন কর্মকর্তা কে সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। উক্ত নির্দেশনার আলোকে গত ৪সেপ্টেম্বর ২০২৫খ্রি. উপজেলা পরিবেশ ও বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহিন সরেজমিনে তদন্তপূর্বক পরিদর্শন ও মূল্য নির্ধারণ পূর্বক রংপুর সামাজিক বনায়ন ও বন বিভাগ কর্মকর্তা কে অনুমোদনের জন্য প্রতিবেদন প্রেরণ করেন। অতঃপর রংপুর সামাজিক বনায়ন ও বন বিভাগ কর্মকর্তা গত ৭সেপ্টেম্বর ২০২৫খ্রি. প্রতিবেদন মোতাবেক প্রশাসনিক অনুমোদনের জন্য নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার কে পত্র প্রেরণ করেন। নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে গত ২৬অক্টোবর ২০২৫খ্রি. নিলাম কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ৪সদস্য বিশিষ্ট নিলাম উপ-কমিটির মাধ্যমে ৭দিনের মধ্যে গাছ নিলাম পূর্বক কর্তন সম্পূর্ণ করে নিলামকৃত অর্থ বিদ্যালয়ের হিসাব নম্বরে জমাদান পূর্বক সরকারি ভ্যাট এবং ট্যাক্স প্রদানের আদেশ দেন। উক্ত আদেশের প্রেক্ষিতে নিলাম ও বিক্রয় উপ-কমিটি গত ৩০অক্টোবর ২০২৫খ্রি. বিধি মোতাবেক ৭টি গাছের মধ্যে ৩টি মেহগুনি, ২টি রেইন্ট্রি কড়াই ও ১টি অর্জুন গাছ (৬টি গাছ) নিলাম কার্যক্রম সম্পন্ন করেন এবং নিলামকৃত অর্থ গত ২নভেম্বর ২০২৫খ্রি. বিদ্যালয়ের হিসাব নম্বরে জমা করেন এবং গত ৪নভেম্বর ২০২৫খ্রি. সরকারি কোষাগারে ভ্যাট এবং ট্যাক্স জমা দান করেন।
স্থানীয় মফিজুল ইসলাম, নবিকুল ইসলাম ও মোঃ আলম মিয়া বলেন, কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ গাছ নিলামে অপসারণ করে বিদ্যালয়ের উন্নয়নে আসবাবপত্র তৈরি লক্ষ্যে বিধি মোতাবেক নিলাম কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।
কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেসুর রহমান ও বিশ্বজিৎ সাহা বলেন, উপজেলা নির্বাহী অফিসারের ৪সদস্য বিশিষ্ট উপ-কমিটির মাধ্যমে বিধি মোতাবেক নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে। নিলামকৃত গাছের মাধ্যমে স্কুলের আসবাবপত্র তৈরি করা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শফিকুল ইসলাম বলেন, সঠিকভাবে নিলাম কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেও একটি কুচক্রী মহল বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ধ্বংসের লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও অপ-প্রচার চালিয়ে আসছে।
কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুজ্জামান কবির বলেন, উপজেলা নির্বাহী অফিসারের ৪সদস্য বিশিষ্ট নিলাম ও বিক্রয় উপ-কমিটির মাধ্যমে বিধি মোতাবেক নিলাম সম্পন্ন হয়েছে।
কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ হানিফ উদ্দিন বলেন, পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং বিদ্যালয়ের আসবাবপত্র উন্নয়নে ৭টি ঝুঁকিপূর্ণ গাছ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ৪ সদস্য বিশিষ্ট নিলাম ও বিক্রয় উপ-কমিটির মাধ্যমে বিধি মোতাবেক নিলামে গাছ বিক্রয় সম্পুর্ন হয়েছে। একটি মহল বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে পায়তারা করে আসছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উপজেলা পরিবেশ ও বন কর্মকর্তা মো. সাদিকুর রহমান শাহিন বলেন, সরেজমিনে তদন্তপূর্বক পরিদর্শন ও মূল্য নির্ধারণ করে এবং নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের ৪ সদস্য বিশিষ্ট নিলাম ও বিক্রয় উপ-কমিটি দরপত্র আহ্বান করেন এবং স্কুলের ৩টি মেহগুনি, ২টি রেইন্ট্রি কড়াই ও ২টি অর্জুন গাছ নিলামে বিক্রি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা পল্লী উন্নন অফিসার মোঃ গোলাম মোস্তফা বলেন, বাজার মূল্য নির্ধারণের পর প্রকাশ্যে নিলামের মাধ্যমে গাছ বিক্রয় করা হয়েছে।

Leave a Reply