এস.এম.সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার দুপুর সাড়ে ১২টায় তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ হাবিবুল্লাহ’র নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন,
“আমি জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে নয়, জনতার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। জনগণ যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তবে আমি হবো জনতার এমপি। এই এলাকার মানুষের উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, বাগেরহাট-৪ আসনের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানকার যোগাযোগ, অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ক্ষমতায় গেলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা হাফেজ সুলতান আহম্মেদ, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর আমির মো. রফিকুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় অধ্যক্ষ আব্দুল আলীম এলাকার গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি তুলে ধরে বলেন, পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণ, প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন, সন্ন্যাসী থেকে ঘষিয়াখালী পর্যন্ত ভেড়িবাঁধ নির্মাণসহ অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে তার প্রধান অগ্রাধিকার।
তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করার জন্য বাগেরহাট-৪ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
বাগেরহাট-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল “দলীয় প্রার্থী নই, জনতার এমপি হতে চাই” — অধ্যক্ষ আব্দুল আলীম

Leave a Reply