ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গোপালগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের তিনটি (গোপালগঞ্জ -১, ২ ও ৩) সংসদীয় আসন থেকে বেশ কয়েকজন প্রার্থী রোববার (২৮ ডিসেম্বর) তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে যারা স্বাক্ষর করে ছিলেন তারাও উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

গোপালগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (উপসচিব) মো: আরিফ-উজ-জামানের নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধিগণ প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে গোপালগঞ্জ -১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম.আনিসুল ইসলাম। এছাড়াও গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানীর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এইচ খান মঞ্জু নিজে উপস্থিত থেকে রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া (লুটুল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাভোকেট হাবিবুর রহমানও সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখেই বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলীয় মনোনীত প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছেন। সকালে জেলা প্রশাসন ভবনে আগত সাংবাদিক সহ সকলের শরীর তল্লাশি করে ভবনের ভিতরে প্রবেশের অনুমতি দেন। নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়ার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *