হেলাল শেখ: ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-আরিচা-পাটুরিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে ওভারব্রিজ থাকলেও অধিকাংশ পথচারী তা ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছে। ফলে প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। ট্রাফিক আইন না মানার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫ইং) সকালে নবীনগর মহাসড়কে দেখা যায়,পথচারীরা ওভারব্রিজ ব্যবহার না করে ব্রীজের নিচ দিয়েই রাস্তা পার হচ্ছে। এতে দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে নিজেদের অসচেতনতার কারণেই সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হওয়ার ঘটনাও ঘটছে।
এ বিষয়ে মোবাইল ফোনে সাভার ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনজুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নবীনগর এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনচার্জ (টিআই) স্যারসহ তারা নিয়মিত চেষ্টা করছেন যেন পথচারীরা ওভারব্রিজ ব্যবহার করেন। তবে অধিকাংশ মানুষ তাদের কথা শুনছেন না এবং ট্রাফিক আইন মানছেন না।
তিনি আরও বলেন, বিশেষ করে প্রতি শুক্রবার এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। তার মতে, এ পরিস্থিতি থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পথচারীরা সচেতন হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে।

Leave a Reply