ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২০২৬–২০২৭ সেশন) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা উৎসাহের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।

প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল্লাহ গোলাপ।
বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে খোরশিদুল আলম মুজিব (দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি) এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নোমান (দৈনিক কালের কণ্ঠ) নির্বাচিত হন।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম বাদল (দৈনিক সংবাদ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুহাম্মদ মামুনুর রশিদ (দৈনিক বাংলা)।এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন শামীম আজাদ আনোয়ার (সাপ্তাহিক ত্রিশাল বার্তা), দেলোয়ার হোসেন (দৈনিক কালবেলা), রফিকুল ইসলাম শামীম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মতিউর রহমান সেলিম (দৈনিক সমকাল) এবং এএসএম হোসাইন শাহীদ (যমুনা টিভি)।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *